মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মুন্তাসীর হাফিজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে শনিবার (২৭ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ তারিক হোসেন, সহ-সভাপতি গোপালগঞ্জ অঞ্চল শিশির কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য -৩ মো.সাখাওয়াত হোসেন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মির্জা নূরুল কবীর, সাধারণ সম্পাদক মো.আব্দুল হালিম খান, সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এরপর বিকালে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের আয়োজনে গোপালগঞ্জ সড়ক জোন অফিসের সম্মেলন কক্ষে নেতৃবৃন্দদের নিয়ে