বঙ্গবন্ধুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় সেন্টার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর (সোমবার) বিকেল ৪ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় খেলোয়ার কল্যাণ সংঘের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ। সাপমাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুলের সভাপতিত্বে উক্ত ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী শহীদ পরিবারের কৃতি সন্তান মুকিতুর রহমান রাফি, সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ। উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন কাইয়াগঞ্জ দি ফেন্ডস ক্লাব বনাম সাতানাবালুয়া। নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকায় তা ট্রাইবেকারে গড়ায়। এতে ট্রাইবেকারে কাইয়াগঞ্জ দি ফেন্ডস ক্লাব বিজয়ী হয়। প্রধান অতিথি সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিজয়ী ও রানার্স দলের মাঝে তাদের পুরুস্কার তুলে দেন।