ফকিরহাটের কামটা সর্বসাধারনের জন্য তৈরী কবরস্থানের উপর শত্রুতা
ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা নিবাসী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম ৫২শতক নিজস্ব জমির উপর প্রায় ৪০লক্ষ টাকা ব্যায়ে সর্বসাধারনের জন্য কবরস্থান তৈরী করেন। যার নাম দেয়া হয় কামটা দোয়ার ভান্ডার। তার পিতা-মাতার কবরস্থানের সাথে ওই কবরস্থানটি করা হয়েছে। কবরের কাজ প্রায় সমাপ্তির পথে। এই কবরস্থানের মধ্যে আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম ও তার স্ত্রীর কবর তৈরী করা হয়েছে। যেখানে তারা মারা যাওয়ার পর কবর দেয়া হবে।
আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম জানান, গত শুক্রবার ও শনিবার রাতের কোন এক সময় কে বা কাহারা তৈরী করা কবর স্থানের কাঁচের নকশ ভেঙ্গে দিয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তিনি আরো জানান, কেউ মারা গেলে কবর দেওয়ার স্থান না পেলে এই কবরস্থানে দাফন করতে পারবে।