ফকিরহাটে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। আলোচনা সভায় আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. মহিবুল্লাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুসহ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।