ফকিরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, জাতিয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৯টায় আট্টাকা কেরামত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধায় সাংস্কৃতক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করাহয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এসময় এসিল্যান্ড বিধান কান্তি হালদার, সহকারী পুলিশ সুপর (সার্কেল) মো. ছয়রুদ্দিন, মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মু. আলিমুজ্জামান, কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্মদ আলী সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সকাল ১০টায় পরিষদের সকলকে নিয়ে স্বাধীনতা দিবস পালন করেন। অপরদিকে, সকাল ৯টায় মূলঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহানর স্বাধীনতা দিবস পালন করেছে। এসময় ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, ইউনিয়ন আওয়ামী লেিগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও বিভিন্ন ইউপি সদস্য উপস্থিত ছিলেন ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *