ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে মাদক সেবিকে ১৫দিনের সাজা
ফকিরহাটে শফিকুল ইসলাম (২৪) নামের এক মাদক সেবিকে ১৫দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার জাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বাগেরহাট জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি দল গোপনে খবর পেয়ে জাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের অভিযান পরিচালনা করে শফিকুল ইসলামকে গাজাসহ আটক করে।
আটককৃত মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বাগেরহাট জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জী সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন। #