ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায়
ফকিরহাটের বিভিন্ন হাট-বাজারে করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার ও সরকারি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে না চলায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা( ম্যাজিস্ট্রেট) সানজিদা বেগম এবং সার্বিক সহযোগীতা করেন মডেল থানা পুলিশের একটি দল। সরকারি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে না চলার অপরাধে কয়েকজন পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করেন। এদিন ৭টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়