ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম. বাবর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল পাঁচ টায় উপজেলার সাতশৈয়া ঈদগাহ ময়দানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারে অংশ নেন মডেল থানার এস আই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এর আগে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, জেলা পরিষদ সদস্য শেখ আঃ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, বীর মুক্তিযোদ্ধা সুবির মিত্র, শেখ মোঃ আবু বকর, শাহাদাত হোসেন, শেখ আব্দুল কাদের, মকছুদুল আলম,শেখ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । পরে নামাজে জানাজা শেষে তার নিজ গ্রামের বাড়ী সাতশৈয়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী(৮০) শুক্রবার দুপুর বারোটার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃতের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। #