ফকিরহাটে পালিত হচ্ছে কঠোর  লকডাউন, দ্বিতীয় দিনেও ফাঁকা ছিল  রাস্তাঘাট 

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও 
ফকিরহাটে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারি আদেশ অমান্য 
করে অযথা ঘোরাফেরা, দোকানপাট খোলা রাখা, যানবাহন চলাচল এবং কাগজপত্র না থাকায় শুক্রবার 
দুপুর ২টা পর্যন্ত ৭ জনকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার ৭শত টাকা জরিমানা করে।
এদিকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় 
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে এ যোগে কাজ করা অব্যাহত 
রেখেছেন।ফকিরহাটে রাস্তাঘাট ও বাজার গুলোতে মানুষের চলাচল কম দেখা গেছে।
জরুরী 
সেবাদানকারী দোকানপাট ছাড়া সকল অন্যান্য দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। জরুরি 
প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা খাকলেও 
ক্রেতা ছিল খুবই কম। 
এদিকে কঠোর লকডাউনে ফকিরহাটে ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র 
জরুরি প্রয়োজনে অল্প কয়েকটি ভ্যান চলতে দেখা গেছে। তবে খুলনা-মাওয়া মহাসড়কের 
ফকিরহাট দিয়ে বয়ে যাওয়া সড়ক দিয়ে পন্যবাহী ট্রাক ও কাভার ভ্যান চলতে দেখা গেছে।
এছাড়াও 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম কঠোর লকডাউন 
বাস্তবায়নে মনিটরিং সহভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *