ফকিরহাটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে  মৃত্যু-৩

ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে ৬০বছর বয়স্ক মোহম্মদ আলী সরদার মারা গেছেন। মৃতের স্বজনরা জানিয়েছেন তিনি রবিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ১জুলাই হাসপাতালে ভর্তি হন। এছাড়া পিলজংগ এলাকায় দুই জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
ফকিরহাটে এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, রবিবার ৫২জনের নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমূনা পরীক্ষায় ৩০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৮শতাংশ। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন বেড়ে গেছে বলে স্বাস্থ্য বিভাগ ও সচেতন মহল জানিয়েছেন। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *