ফকিরহাটে এক নারীকে ধর্ষনের অভিযোগে মামলা, ধর্ষক আটক

ধর্ষনের
ফকিরহাট উপজেলার লখপুক ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে ৩৫বছর বয়স্ক এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী নিজ বাদী হয়ে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার একমাত্র অভিযুক্ত আসামী গোলাম ওস্তা (৭২) নামের এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুপ রায় মামলার বরাত দিয়ে জানান, জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের গোলাম ওস্তা গত ২৩জুন বিকেল ৫টার দিকে ওই নারীর ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় রবিবার (২৭জুন) ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এদিন ভোররাতে মামলার আসামী গোলাম ওস্তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, ধর্ষনের অভিযোগের প্রেক্ষিতে অত্র থানায় একটি মামলা  হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *