ফকিরহাটে উদ্যোক্তাদের সহায়তার চেক, কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

ফকিরহাটে “ভরসার নতুন জানালা” এগ্রো সিএসআর প্রকল্প-২০২৩ নিয়ে ফকিরহাট মডেল উপজেলার ৬০ জন কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী দ্বিতীয় উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা জ্যোতি কণা দাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। সার্বিক তত্তাবধানে ছিলেন ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, অপারেশন ম্যানেজার মোঃ আরিফ বিল্লাহ খান ও কর্মকর্তা মোঃ পাভেল শেখ। ইউসিবির ফকিরহাট শাখার  পক্ষ থেকে উদ্যোক্তাদের মাঝে সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ সরবরাহ করা হয়।
ফকিরহাট শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান বলেন, ইউসিবি ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতামূলক অনেক কর্মসূচি পালন করে। আগামীতে এ ধরণের আরো অনেক প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া সহজ শর্তে ঋণ বিতরণ, কৃষি প্রোদনা সহায়তা, জলবায়ু সহায়ক খাদ্য উৎপাদন, কৃষিতে যান্ত্রিকরনে সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। ইউসিবি, ফকিরহাট শাখা  সবসময় কৃষি উদ্যোক্তাদের পাশে আছে। #


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *