ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজের আড়াই কোটি টাকার বাজেট অনুমোদন

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজের আড়াই কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তবিতত বাজেটে টাকার পরিমান ২,৫০,০৮, ৫২৫.৯৫ (দুই কোটি পঁঞ্চাশ লক্ষ আট হাজার পাঁচশত পঁচিশ টাকা পঁচানব্বই পয়সা) টাকা।
শনিবার (১২ জুন)  সকাল ১১টায় কলেজের সভা কক্ষে গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাসের সভাপতিত্বে কলেজ গভর্ণিং বডির সভায় উক্ত বাজেট সর্বসম্মত ভাবে অনুমোদন করা হয়।
সভায় বাজেট উপস্থাপন করেন কলেজ গভর্ণিং বডির সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাস। এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির দাতা সদস্য লকপুর গ্রুপ অব কোম্পানী এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি এস এম আমজাদ হোসেন, চিকিৎসক প্রতিনিধি ডাঃ উৎপল কুমার দেবনাথ, সদস্য স ম আব্দুর রব, এ্যাড. নব কুমার চক্রবর্ত্তী, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন গাজী, অভিবাবক সদস্য মোঃ ফারুকুল ইসলাম, মনজিলা বেগম, মোঃ হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি অপূর্ব সাহা, শেখ শামীম ইসলাম, বীনা রানী মন্ডল প্রমুখ।
সভা শেষে নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে কলেজের পুকুর খনন কাজ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মীত অডিটরিয়াম ভবন এবং বঙ্গবন্ধু পুষ্পকানন পরিদর্শন করেন। এসময় কলেজের শহীদ মিনার চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ বলেন, আমরা বৈষিক মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *