ফকিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির জরুরুী সভা অনুষ্ঠিত
ফকিরহাট উপজেলায় হঠাৎ করোনা ভাইরাসে সক্রমন বৃদ্ধি পাওয়ায় ফকিরহাট সদর বাজার ব্যবস্থাপনা কমিটির নিজস্ব কার্যালয়ে এক জরুরুী সভার আয়েজন করা হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে ২১ জুন সোমবার সন্ধ্যায় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিরিনা আক্তার কিসলু বাজারের সকল ব্যবসায়ীদের উদ্দ্যেশ্য করে বলে করোনা পরিস্থিতি ফকিরহাটে খুবই খারাপ অবস্থা আজ ও দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। এজন্য সকল ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি মেনে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। যদি কোন ব্যবসায়ী সামান্য জ্বর হয় তবুও লজ্জাবোধ না করে চিকিৎসা নিবেন এবং আগামীকাল থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়ই অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে পণ্য ক্রয় বিক্রয় করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত আমাদের সকলের ভালোর জন্য নিয়ম মেনে চলতে বলে জানান। সভায় উপস্থিত ছিলেন ফকিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ সহ বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।