ফকিরহাট কৃষি অফিসের উদ্যোগে ১ দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফকিরহাটে ২০২১-২০২২অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় একদিনের 
কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে 
৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় দিনব্যাপি 
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ী কৃষি 
সম্প্রসারণবিবাগের জেলা প্রশিক্ষক অফিসার মো: মোতাহার হোসেন ও উপজেলা কৃষি অফিসার মো: নাছরুল মিল্লাত।
এসময়  উপস্থিত ছিলেন উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষন কমৃকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কবুমার মন্ডল, সোলাইমান আলী মন্ডল সহ কৃষকগন। 
ফকিরহাটে দুই মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে 
ভ্রাম্যমান আদালত
ফকিরহাট  প্রতিনিধি :
ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার দুই মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে 
ভ্রাম্যমান আদালত। 
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন 
অধিদপ্তরের পৃথক অভিযানে তাদের দু’জনকে গাজা সহ আটক করে।
এসময় মূলঘর এলাকার সরদার সোলইমানের ছেলে সরদার মাহমুদ (৪৩) কে তিন মাসের বিনাশ্রম 
সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান 
কান্তি হালদার। অপরদিকে, মূলঘর এলাকার রাজপাঠ গ্রামের আলমগীর হোসেনের পুত্র আটক 
মাদকসেবী মো: জসিম (৩১) কে ১৫দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জী সহ 
অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *