ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় রেলি ও আলোচনা সভা


ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ১ লা এপ্রিল শুক্রবার আসরের নামাজের পর মাহে রমজানের পবিত্রতা রক্ষাতে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা জয়নুল আবেদিন। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আলী আকবর। এসময় আরো বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ হুমায়ুন কবীর। বেতাগা ইউনিয়ন সভাপতির পক্ষে মাওঃ আমিনুল ইসলাম, লকপুর ইউনিয়ন সভাপতি মাওলানা জয়নুল আবেদিন, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, মাওঃ মুস্তাকিম বিল্লাহ, উপজেলা জেনারেল সেক্রেটারি হাফেজ মাওঃ বেলাল হুসাইন, এবং সমাপনী বক্তব্য রাখেন মাওলানা মুফতী আবুল হাসান, অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রচার সম্পাদক হাফেজ মেজবা উদ্দীন আহমেদ ইবরাহীম। সব শেষে দোয়া পরিচালনা করেন পরিষদের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওঃ আবু সাঈদ সাহেব। উক্ত সভায় বক্তাদের মূল বক্তব্য ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তরা বন্ধ রাখা, অশ্লীলতা, সীনেমা থিয়েটা বন্ধ রাখা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ্ আরো অনেক বিষয়। উপজেলা প্রশাসন এবং সাংবাদিক ভাইদের সহযোগীতার জন্য ইমাম পরিষদের পক্ষথেকে তাদের মোবারকবাদ জানানো হলো।