প্রেসক্লাবে বোমা হামলার প্রতিবাদে মানব বন্ধন

ঢাকার অদুরে সাভারের আশুলিয়া প্রেসক্লাব চত্বরে রবিবার রাতে দুটি ককটেল নিক্ষেপ তার সঠিক তদন্ত করে বোমা নিক্ষেপ কারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন, প্রেসক্লাবে বোমা মেরে সাংবাদিকদের হত্যা চেষ্টার প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক, শ্রমিক নেতা, ক্যাবল অপারেটরসহ আশুলিয়ার বিভিন্ন স্তরের লোকজন। উল্লেখ্য, রবিবার রাত ৮ টা ১০ মিনিটে প্রেসক্লাব চত্তরে দুই মিনিটের ব্যবধানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আশুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং আহবায়ক মোহাম্মদ লাইজু চৌধুরী বলেন, গাড়িতে চাঁদাবাজি করে তাদের সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের ওপর এই হামলা এবং কলম থামিয়ে রাখার পাঁয়তারা, এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি, এবং সময় টিভির ঢাকা জেলা সাব বুরো সিপ মোজাফফর হোসেন জয় বলেন,আমি সঠিক তথ্য তুলে ধরি বলে গতকাল আমাকে মেরে ফেলার পরিকল্পনা করে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। জনো নেত্রী শেখ হাসিনার কাছে তার বিচার চেয়ে সংবাদকর্মীদের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এর আগে ২৩ সেপ্টেম্বর আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসাইন জয়কে বোমা মেরে হত্যার হুমকি প্রদান করে মানিক নামের এক ব্যক্তি। চার দিনের মাথায় আশুলিয়া প্রেসক্লাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *