প্রধানমন্ত্রীর মামা টুঙ্গিপাড়ার সাবেক পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা লাইফ সাপোর্টে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মামা  টুঙ্গিপাড়া পৌর সভার সাবেক মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। 

টুঙ্গিপাড়া পৌরবাসীর প্রিয় মেয়র মামার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার নিকট পৌরবাসীকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার।

আজ রোববার (৩১ অক্টোবর) বিকালে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

টুঙ্গিপাড়া পৌরসভা উন্নয়নের রোল মডেল (সাবেক পৌর মেয়র) গরিব, অসহায় মানুষের বন্ধু। পরোপকারি মানুষের জন্য যার মন কাঁদে, টুঙ্গিপাড়া উপজেলাবাসী যাকে মন থেকে ভালবাসেন, যার জন্য মন থেকে দোয়া করেন। যিনি টুঙ্গিপাড়া বাসীর বিপদে আপদে সব সময় পাশে থেকেছেন, সেই শেখ আহম্মেদ হোসেন মির্জা মামা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে তার জন্য অন্তর থেকে দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করে প্রাণপ্রিয় টুঙ্গিপাড়া বাসীর মাঝে সুস্থ হয়ে দ্রুত ফিরে আসতে পারেন সেজন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *