প্রকাশিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান


সম্প্রতি দৈনিক সংবাদসহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানের প্রতারণায় নিঃস্ব দুই পরিবার’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কাশালিয়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মিয়া।
তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, আমাকে ও আমার ছেলে আজিজুর রহমান মিয়া রিমুকে জড়িয়ে একটি কুচক্র মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য পরিবেশনের মাধ্যমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
তিনি আরো বলেন, আমি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেয়ার কথা বলে কারও কাছ থেকে টাকা নেয়নি এবং আমি কাউকে হুমকি-ধামকি দেয়নি। এলাকার কিছু জামাত-বিএনপিপন্থী লোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের উন্নয়নকে ধারা বাঁধাগ্রস্থ করতে আমার পিছে লেগেছে। তারা আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। আমি এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মাজেদুর রহমান মিয়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ও মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ও ১৫ নং কাশালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন,আমার পিতা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কালীন সময়ে তার কোন কলঙ্কের ছাপ ছিল না এবং আমারও কোন কলঙ্কের ছাপ নেই কিন্তু আওয়ামী বিরোধী একটি শক্তি আমার বিরুদ্ধে নানা সময় নানা ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন আমি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।