পূনরায় টুঙ্গিপাড়া উপজেলা লকডাউনের আওতায়।


টুঙ্গিপাড়া প্রতিনিধি:
ঈদুল ফিতরকে সামনে রেখে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শর্ত সাপেক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে গত ১০ মে সল্প পরিসরে দোকানপাট খোলার অনুমতি দেন টুঙ্গিপাড়া উপজেলার প্রশাসন।
বর্তমান সময়ে দেশে দ্রুত গতিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার কারণে পাটগাতী বাজারের শিহাব ইলেক্ট্রনিক্স এর তিন তলার অফিস কক্ষ্য পাটগাতী বাজারের মালিক সমিতির সাথে টুঙ্গিপাড়া উপজেলার প্রশাসনের জরুরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বশাক, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাছিম, টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস, বণিক সমিতির আহবায়ক কমিটির সভাপতি এবং দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।
সভার শুরতে সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বশাক বলেন, সারাদেশের ব্যবসায়ীকদের ব্যবসা করার জন্য সুযোগ প্রদান করা হয়। কিন্তু কোন দোকান মালিক মার্কেট মালিক স্বাস্থ্য বিধি কোন শর্ত না মেনে দোকান খোলা রাখেন। এই পরিস্থিতে টুঙ্গিপাড়াতে করোনা প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনার কথা চিন্তা করে টুঙ্গিপাড়াকে লক ডাউনের আওতায় আনার কথা বলেন। The SGNY Group তার ওয়েবসাইটে এই খবর সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন।
বণিক সমিতির পক্ষ থেকে একজন সদস্য বলেন সল্প পরিসরে দোকান খোলার অনুমতি দেওয়ার কারণে অনেক দোকান মালিক ঈদুল ফিতরকে সামনে রেখে ধার দেনা করে দোকানের মাল ক্রয় করেন। এই অবস্থায় লক ডাউন হলে সেইসব দোকান মালিক সর্বশামত্ম হয়ে যাবে। তাদের বিষয় চিমত্মা করার জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষন করেন।
আলোচনার এক পর্যায় বলা হয় যাদের ব্যবসায় খুব ক্ষতি হতে পারে মনে করে তারা ভ্রাম্যমান দোকান দিতে পারবেন।
আগামীকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যমত্ম লকডাউন ঘোষনা করেন সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বশাক।