পুলিশের অভিযান ১৭০’বোতল ফেনসিডিল ও পালসার মোটরসাইকেল সহ আটক ২
ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ দুইটি মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মহেশপুর থানা পুলিশ। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নেত্রীত্বে ২১ই নভেম্বর, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুর থানার চৌকশ পুলিশ মাদকদ্রব্য উদ্ধারে বিশেস অভিযান চালান এই সময় মহেশ পুর থানাধীন নস্তি গ্রামস্থ বিপুল মোল্লা, পিতা বাদল মোল্লা এর বাড়ীর সামনে থেকে পাকা রাস্তার উপর হইতে ১৭০বোতল ফেনসিডিল সহ আসামী ১। শ্রী সুমন দত্ত(৩০), পিতা- শ্রী নন্দলাল দত্ত, সাং- মহেশপুর বাজার বনিকপাড়া, ২। মোঃ মিঠু খান(২৮), পিতা- মোঃ অহেদুল খান, সাং জলিলপুর খানপাড়া। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।