পুরনো মামলাগুলো খুজে বের করে দ্রুত শেষ করা হবে-নবনিযুুুুুুুুুুুুুুুুক্ত অ্যাটর্নি জেনারেল

 রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, পুরনো অনেক মামলা রয়ে গিয়েছে, যেগুলো শুনানির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে পুরনো বেশকিছু মামলা আমরা খুঁজে বের করেছি। কিছু মামলার শুনানি আরম্ভ হয়ে গেছে। আশা করি পুরনো মামলাগুলো দ্রুত শেষ করতে পারবো। করোনাকালীন সময়ে কোর্ট বন্ধ থাকায় বেশি নতুন মামলা না হওয়ায় পুরনো মামলাগুলোতে বেশি কাজ করা যাবে। শনিবার বেলা ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন হলেই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনযাত করেন। এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান, ব্যারিষ্টার মইনুল হোসেন, রেজাউল করিম, ওয়ারেস আল হারুনি, একে এম আমিনুদ্দিন, কামরুল হাসান আসলাম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল সহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *