পিরোজপুরে শিশু নেতৃত্বাধীন বাজেট সংলাপ অধিবেশন

 পিরোজপুরে স্থানীয় সরকার প্রতিনিধি, শিশু এবং গ্রাম কমিটির প্রতিনিধিদের নিয়ে শিশু নেতৃত্বাধীন বাজেট সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলার ৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির আয়োজনে এ বাজেট সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির পিএফএ-৪ এর প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬ নং শারিকতলা ডুমরিতলা ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুল আলম, গ্রাম কমিটির প্রতিনিধিদের পক্ষে উত্তর রানীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো.কাবুল আলী শেখ, সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রী, ৬ নং শারিকতলা ডুমরিতলা ইউপি সদস্য মো. আসাদুজ্জামান সুমন, ইউনিয়ন চাইল্ড ফোরামের সহ- সভাপতি ও ইনপ্যাক্ট ফোরামের লিডার মারিয়া আক্তার মিম, কেসরতা শিশু ফোরামের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ে শিশু ফোরামের শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক মো.ইমন মোল্লা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ব ডুমরিতলা শিশু ফোরামের সভাপতি শেখ সামি আল সালমান। এ সময় বক্তরা শিশুদের সমস্যা নিরসন বিষয়ে আলোকপাত করেন এবং শিশুদের নেতৃত্বাধীন একটি বাজেট সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়। জুন ২০২২ থেকে জুলাই ২০২৩ সালের পড়ালেখা, খেলাধুলা, সাংস্কৃতিক উন্নয়ন এবং শিশুদের মিটিং এর জন্য রুম বাবদ সর্বমোট ১ লক্ষ ৭০ হাজার টাকা শিশুদের কল্যাণে খরচ করার আশ্বাস প্রদান করে প্রধান অতিথি বলেন, অসহায় শিশুদের মাঝে পড়ালেখা, ক্রিড়া-সাংস্কৃতিক সহযোগীতাসহ দক্ষ, নৈতিক ও আদর্শ মানুষ তৈরীতে আমি আজীবন সাহায্য সহযোগীতা করে যাবো। তিনি আরও বলেন, আমার এলাকার প্রতিটি স্কুলে মেধায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের আমি পুরস্কৃত করবো এবং জেএসসি, এসএসসিতে গ্লোল্ডেন জিপিএ ৫ প্রাপ্তদের আমি ব্যাক্তিগতভাবে পুরস্কৃত করবো। এ এলাকায় কোন শিশু কোন প্রকার মানসিক, শারিরীক নির্যাতনের শিকার কিংবা বাল্য বিবাহের শিকার হয় তবে শিক্ষকদের কাছে অথবা আমার কাছে বলবা আমি তাদের উপযুক্ত পদক্ষেপ নিবো। এ সময় পিএফএ ইউনিয়ন পর্যায়ে ১টি শিশু ফোরাম এবং ৭টি ভিডিসি এর অধিনে ৭টি শিশু ফোরামের প্রতিনিধি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *