পিরোজপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী পরিষদের নির্বাচন
ব্যাপক উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পিরোজপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে (শুক্রুবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২০০ জন ভোটারের মধ্যে ৭২১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন মহজন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রুস্তম আলী শেখ সহ মোট ৯ জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন মহজন (হাতুড়ি) প্রতীকে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রর্থী মোঃ বাদশা মাতুব্বর (৩৪৬) ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ আক্কাছ হাওলাদার ৩৭৫ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন । সাধারণ সম্পাদক পদে মোঃ রুস্তম আলী শেখ ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সহ- সাধারন সম্পাদক পদে মোঃ বেল্লাল গাজী ঝুড়ি প্রতীকে ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে মোঃ নাঈম সরদার ৫১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরী কমিটির সদস্য হিসেবে মোঃ জামাল হাওলাদার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মোঃ কবির হোসেন পাওওয়ান ২৫১ ভোট,মোঃ শাওন হাওলাদার ২৩৫ ভোট এবং মোঃ মহারাজ হাওলাদার ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য ১০টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন, জেলা ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। নির্বাচন পরিচালানা পরিষদের সদস্য হিসেবে ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মজনু তালুকদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সার্বিক সহায়তা প্রদান করেছেন সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.জেড.এম মাসুদুজ্জামান