পায়রায় অবৈধ কারেন্ট জাল জব্দ, দুইটি নৌকা আটক
মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে নৌপুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার(২৭ ফেব্রুয়ারী) পায়রাকুন্জ নৌ পুলিশ ফারী কর্তৃক এস আই আনিচুর রহমান ও এ এস আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে দুই জন জেলে পালিয়ে যায় এবং তাদের অবৈধ কারেন্ট জাল (১০০০মিটার) ও ৪টা বেন্দি জাল জব্দ সহ দুইটি নৌকা আটক করা হয়।
পরে বেলা ১:৩০ এর সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নৌকা দুটি নিলাম করা হয়। অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌপুলিশ এস আই আনিচুর রহমান বলেন, কারেন্ট জাল সব প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষতিকারক। দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণ এবং একই সঙ্গে বহির্বিশ্বে মাছ রফতনির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কারেন্ট জালের উৎপাদন ও ব্যবহার বন্ধ ঘোষণা করেছে সরকার।
এটি বাস্তবায়নের জন্য নৌপুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। নদীমাতৃক এই দেশের নৌপথের সুরক্ষা ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌপুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।