পটুয়াখালীর বাউফল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল মামুনের নেতৃত্বে গঠিত চৌকস অফিসারদ্বয়ের সমন্বয়ে বাউফল থানাধীন কাছিপাড়া ইউপির কারখানা লঞ্চঘাট হতে সর্বমোট ৩৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে
বাউফল থানা সূএে জানানো হয়েছে, সোমবার (৯ জানুয়ারী) ভোর সারে সাতটায় গোপন সূত্রের ভিত্তিতে, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম এর দিক-নির্দেশনা,অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান এর তত্তাবধানে এবং জনাব শাহেদ আহমেদ চৌধুরী, (সিনিয়র সহকারী পুলিশ সুপার), বাউফল সার্কেলের বিশেষ তদারকিতে জনাব মোঃ আল-মামুন, (অফিসার ইনচার্জ বাউফল থানা) এর নেতৃত্বে বাউফল থানার এস.আই মোঃ আবুল বাশার সংগীয় এস.আই প্রসেনজিৎ হালদার, এস.আই এস.এম নজরুল ইসলাম, এ.এস.আই মোঃ আবুয়াল ও সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের প্রেক্ষিতে বাউফল থানাধীন কাছিপাড়া ইউপির কারখানা লঞ্চঘাট হতে ১। মোঃ লিমন সরদার(২৩), পিতা-মোঃ নজরুল সরদার, মাতা-মোসাঃ মাহিনুর বেগম, সাং-আমিরাবাদ ৩নং ওয়ার্ড, ২। মোঃ শাকিল হাওলাদার(২১), পিতা-মোঃ মজিবুর হাওলাদার, মাতা-জাকিয়া বেগম, সাং-বীরপাশা ২নং ওয়ার্ড, ইউপি-কনকদিয়া, উভয় থানা-বাউফল, জেলা-পটুয়াখালীর দখল হতে একটি টমটম গাড়ি উপরে কাঠের তৈরি একটি ওয়ারড্রব এর মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ০২ বস্তায় নীল রংয়ের পলিথিন দিয়া মোড়ানো ১২ প্যাকেটে সর্বমোট ৩৫ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
সূএে আরো জানানো হয়, এ সংক্রান্তে গ্রেফতারকৃত ০২ জন আসামীসহ অন্যান্য পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং জড়িত পলাতক অপরাপর মাদক ব্যবসায়ীসহ মূল চক্রকে আইনের আওতায় আনার জন্য সর্বাত্বক সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।