গতকাল সোমবার ২৫ এপ্রিল ২০২২ তারিখে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পটুয়াখালী জেলা পুলিশ লাইনস-এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি জেলা পুলিশকে এই অনুষ্ঠান আয়োজন এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন সকলের রোজা কবুল করেন দোয়া করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ (পি.পি.এম) আমন্ত্রিত অতিথিদের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইফতারের পূর্বে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক, পটুয়াখালী জেলার বিভিন্ন ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,জেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ।