নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের ১২ আসামী গ্রেফতার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুলিশের বিশ্বেস অভিযান চালিয়ে বুধবার (১৬ মার্চ) রাতে নড়াগাতী থানার অফিসার ইনর্চাজ সুকান্ত সাহা নেতৃত্বে পুলিশ পরির্দক (তদন্ত)মো: আব্দুল গফুর, এস আই কামরুজ্জামান, এএস আই মিলন মিয়া, এএস আই মো: খলিলুর রহমান, এএস আই মো: আলমগীর, এএস আই মো: শেখ জাহিদ হাচান ও সঙ্গীয় ফোর্স সহ থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে ওয়ারেন্টের ১২ আসামীকে গ্রেফতার করা হয়।
আসামী ইউচসুফ গাজী, আল-আমিন গাজী, ইনজিল গাজী, মোস্তাক গাজী, পিতা-মোজাহের গাজী, মাহাবুর গাজী,পিতা- শহাদাত গাজী, নাজমুল মোল্যা, পিতা-কালাম মোল্যা, নিয়ামুল মোল্যা, পিতা-সালাম মোল্যা, ওবায়দুল মোল্যা, পিতা-ইকু মোল্যা, মিশকাত মোল্যা, ইসমাইল মোল্যা, পিতা-হাকিবুর মোল্যা, সুমন গাজী, পিতা- মুনসুর গাজী, আমিন মুন্সি, পিতা-জামশেদ মুন্সি। এবিষয়ে নড়াগাতী অফিসার ইনসার্চ সুকান্ত সাহা বলেন, আদালত থেকে ইস্যুকৃত ডুমুরিয়া গ্রামের ১২ জন আসামীকে গ্রেফতার করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।