নড়াইলের চাঁচুড়ী বাজারে চুলা বিস্ফোরন ব্যবসায়ী অগ্নিদগ্ধ
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে মিষ্টির দোকানে কেরোসিনের চুলা বিস্ফোরনে মিষ্টি দোকানী অলোক সাহা (৫০) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অলোক সাহা মিষ্টির দোকানে কেরোসিনের চুলা জালিয়ে কাজ করছিলেন। হঠাৎ করে চুলাটি বিস্ফোরিত হয়ে অলোক সাহার শরীর অগ্নিদগ্ধ হয়ে পড়ে। এসময় পাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে অলোক সাহার শরীরে পানি দিয়ে আগুন নেভায়। এছাড়া আগুন দোকানে ছড়িয়ে পড়লে পানি দিয়ে স্থানীয়রা নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে নড়াইল থেকে একটি ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছায়। নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, ‘ অগ্নিকান্ডে ব্যবসায়ী অলোক সাহার শরীরের অনেকাংশ পুড়ে গেছে। পরে তাকে এ্যম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়া হয়েছে।