নড়াইলে ৬০০ পিস ইয়াবাসহ আটক ২

নড়াইল সদরের ঘোড়াখালী এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকার নেতৃত্বে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এরা হলো-নড়াইলের লোহাগড়া উপজেলার চরকোটাকোল গ্রামের দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ লিটন (৩৮) ও মিজানুর রহমানের ছেলে নয়ন খান (২৩)। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ সময় তাদের দেহ তল্লাশি করে কালো রঙের টিপ দিয়ে মোড়ানো ১২টি প্যাকেট থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *