নড়াইলে ১৩৫ জন আসামির আত্মসমর্পণ

নড়াইলের দুগ্রামের করা ছয় মামলার ১৩৫ জন আসামি একসঙ্গে আত্মসমর্পণ করেছেন। রোববার (২৫ এপ্রিল) দুপুরে থানায় গিয়ে তারা আত্মসমর্পণ করেন।

ছয়টি মামলার মধ্যে পাঁচটি ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের এবং অপর একটি লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের।

চলতি মাসে ওই দুই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এসব মামলা হয়। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ প্রশাসনের চেষ্টায় এসব আসামিকে থানায় এনে ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *