নড়াইলে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার ১
নড়াইলে একাধিক মাদক মামলার আসামিকে ২০০ (গ্রাম) গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ১৯ মে রাত ১১ টার দিকে মো: শহিদুল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মো: শহিদুল ইসলাম নড়াইল সদর উপজেলার সিঙ্গে গ্রামের মৃত আতিয়ার মোল্যার ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে সিঙ্গে গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মো: শহিদুল ইসলাম কে ২০০ (গ্রাম) গাঁজাসহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই জানান, গোপন তথের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।