নড়াইলে অটিষ্টিক শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব

নড়াইলে অটিটিষ্টক শিশুদের নিয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বর্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন এলাকার অটিষ্টিক শিশুরা খেলাধুলা ও বিনোদনমুলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন সহ অনেকে। ক্রীড়া ও আনন্দ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫জন অটিষ্টিক শিশু অংশগ্রহণ করে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *