নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ হোসেন

 গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩/এ, দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াছ হোসেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) তিনি গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী ফরম পূরণ করে জমা দেন। সুষ্ঠু ও সুন্দরভাবে ফরম জমা দিতে পেরে তিনি মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি আমাদের প্রতিবেদককে জানান, যদি দলীয় ভাবে তিনি মনোনয়ন (নৌকা প্রতীক) বরাদ্দ পান।

তাহলে এলাকার সকলকে সাথে নিয়ে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সেবক হিসেবে কাজ করে যাবেন।

আর সেজন্য তিনি এলাকার সকল শ্রেণি-পেশার জনগণের সার্বিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন। উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মুকসুদপুর উপজেলায় আগামী ২৮ নভেম্বর তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ভোটার এবং প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চায়ের দোকানগুলোতে নির্বাচনী আড্ডা শুরু হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *