নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রাণ গেল কৃষকের

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রাণ গেল এক কৃষকের। রক্তক্ষয়ী এই সংঘর্ষে প্রতিপক্ষের দায়ের কুপে সুমন আকন্দ (২৮) নামে এক যুবক খুন হয়েছে। বুধবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন উপজেলার উত্তর রসুল গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, উপজেলার উত্তর রসুলপুর গ্রামের আব্দুল আজিজের সাথে একই গ্রামের মাসুদ আকন্দের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজিজ ও মাসুদ সম্পর্কে চাচা-ভাতিজা হয়। বুধবার সকাল ১১টার দিকে মাসুদ বিরোধের জমিতে ধানের চারা রোপন করতে যায়। এসময় তাদের প্রতিপক্ষ আব্দুল আজিজের পুত্র সুমন বাধা দেয়।

এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বেলা ১২টার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সময় সুমনকে ধারালো দা দিয়ে কুপালে সে গুরুতর আহত হয়ে মাঠিতে লুঠিয়ে পড়ে যায়। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মোতায়েন রহেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *