নানা আয়োজনে গোপালগঞ্জে জাতীয় ভোটার দিবস -২০২২ উদযাপন


“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমতাজ-আল-শিবলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খাইরুল আলম, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ, জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ সর্বস্তরের ভোটারগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নতুন ভোটার নিবন্ধন, স্মার্ট কার্ড বিতরণ এবং ভোটারযোগ্য ব্যক্তিকে ভোটার তথ্য প্রদানমূলক কার্যক্রম গ্রহণ করা।