নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী গ্রেপ্তার

 নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ অক্টোবর সোমবার বিকেলে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের সড়কে গাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
খোকন চন্দ্র সরকার জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি সূত্র থেকে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল।
এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়। ঐ মামলার আসামী নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে ।অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মনজুর এলাহীর মুক্তি দাবি করে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *