নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৭ মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা

অভিযান

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো নড়াইলেও সপ্তাহব্যাপী লকডাউন চলছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক প্রচার ও বাজার মনিটরিংসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় নড়াইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা এবং সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা না মানার অপরাধে ৪৯ জনকে ৫২ হাজার ৫৭০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ইয়ারুল ইসলাম, সদর থানার ওসি ইলিয়াচ হোসেন শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় নিত্যপ্রয়োজনীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *