নড়াইলে পুলিশ পরিদর্শককে বদলী বিদায় সম্মাননা স্মারক প্রদান করলেন এসপি প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
নড়াইলে এক পুলিশ পরিদর্শককে বদলী জনিত বিদায় সম্মাননা স্মারক প্রদান করলেন পুলিশ সুপার।”আমরা একত্রে থাকার স্মৃতিকে লালন করি-বিষয়টিকে সামনে ৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্স, নড়াইল থেকে মোঃ ইকরাম হোসেন, পুলিশ পরিদর্শক, ওসি তদন্ত, সদর থানা, নড়াইলকে বদলী জনিত বিদায় সম্মাননা স্মারক প্রদান করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। এ সময় এস,এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, মীর শরিফুল হক, ডিআইও-১,জেলা বিশেষ শাখা; শওকত কবীর, অফিসার ইনচার্জ, সদর থানা; মোছাঃ রোকসানা খাতুন, পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, শিমুল কুমার দাস, ওসি ডিবি, নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।