নগর নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরেনি, এক দিন পড় লাশ উদ্ধার

ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের তারবাগান গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে মোঃ ওয়াদুদ আলী গত  ৬-৮-২০২০ ইং তারিখে সকাল ৭ টার সময় নাগর নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত ওয়াদুদ নাগর নদী থেকে মাছ ধরে এনে বাজারে বিক্রি করে সংসার চালাতো। গতকাল নাগর নদী বুড়ি ঘাট এলাকায় মাছ ধরার জন্য যায়, এপারে কিছুক্ষন মাছ ধরে, পরে উত্তাল নদী সাঁতার কেটে নদীর ওপারে যায়। মাছ ধরে দুপুরে সময়ে বাড়ি ফিরে আসার সময়। ক্লান্ত শরীরে সাঁতার কাটে নদীতে প্রবল স্রোতের কারণে মাছ সহ পানিতে তলিয়ে যায়।

পরিবারের লোকজন বাড়িতে ফিরে না আসার কারনে মৃত ওয়াদুদের খোঁজ খবর নেয়।প্রত্যক্ষদর্শী লোকজনের নিকট জানতে পারে ওয়াদুদ প্রবল স্রোতের কারণে নদীতে নিখোঁজ হয়ে যায়। গত কাল সারাদিন সারা রাত নদীতে নিখোঁজ ওয়াদুদের পরিবার পরিজন ওয়াদুদের অপেক্ষায় চেয়ে থাকে। আজ শুক্রবার সকালে নয়টার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারের কার্যক্রম শুরু করে। হঠাৎ করে কালী ঘাট নামক এলাকায় মৃত ওয়াদুদের লাশ ভেসে উঠে। পরিবারের লোকজন মৃত ওয়াদুদের বলে সনাক্ত করে, স্থানীয় জনসাধারণও সবাই ওয়াদুদ বলে নিশ্চিত হয়।লাশ দাফনের জন্য পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *