নওগাঁয় নেশা গ্রহণের কথা বাবাকে বলে দেওয়ায় হাসুয়ার আঘাতে একজনকে খুন ॥ আটক-১
নওগাঁর ধামইরহাটে প্রতিবেশী এনামুল হক রাজুর হাসুয়ার আঘাতে মোস্তফা নামে এক যুবক খুন হয়েছে। এঘটনায় এনামুল হক রাজুকে (৩০) আটক করেছে থানা পুলিশ। নিহত মোস্তফা ধামইরহাট উপজেলার রামপুরা তাহেরপুর এলাকার আব্দুস সামাদের ছেলে এবং রাজু একই এলাকার টিটুর ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার তাহেরপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, নেশা করার বিষয়টি রাজু’র পিতা টিটুকে বলে দেয়ায় ক্ষোভে রাজু হাসুয়া দিয়ে মোস্তফার গলায় কোপ দিলে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে দ্রুত নিকবর্তী জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়ার পথে মোস্তফা মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মুমিন জানিয়েছেন, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আসামি এনামুল হক রাজুকে আটক করা হয়েছে।