নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউপির উন্মক্ত বাজেট ঘোষণা
নওগাঁর রাণীনগর উপজেলার ৫নং বড়গাছা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বড়গাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে সভায় বাজেট ঘোষণা করেন বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।
এ সময় বড়গাছা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৮৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য শরিফুল ইসলাম বাচ্চু, আমজাদ হোসেন, মো: রতন, শাহজাহান আলী, ইনছার আলী, হামিদুল ইসলাম, নারী ইউপি সদস্য লাভলী বেগম, মেরিনা আক্তার, শামীমা আক্তার সহ সকল ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।