নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ উদ্বোধন উপলক্ষে প্রেস বিফিং

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় প্রর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে নওগাঁর রাণীনগরে মত বিনিময় সভা ও প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে ঈদ উপহার উপলক্ষে আগামী ২৬ এপ্রিল সারাদেশের ন্যায় রাণীনগর উপজেলায় তৃতীয় প্রর্যায়ে ৪১ টি ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ও প্রেস বিফিংয়ে এ তথ্য জানান রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহ্ মো: শহিদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কালীগাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *