নওগাঁর রাণীনগরে পোনা মাছ অবমুক্তকরণ

 নওগাঁর রাণীনগর উপজেলায় আটটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সিনিয়ন উপজেলা মৎস কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে ও ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রধান অতিথি স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, সিনিয়ন উপজেলা মৎস কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান সহ আরও অনেকেই। সংশ্লিষ্টরা জানান, এদিন উপজেলা পরিষদ চত্বরের পুকুরে, গুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্পের ৫টি পুকুরে, রাণীনগর মহিলা কলেজের পুকুরে ও চকাদিন মাদ্রাসার পুকুরে মোট ৩৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *