নওগাঁর রাণীনগরে জাতীয় সংবিধান দিবস পালিত
নওগাঁর রাণীনগরে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনওর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর মহিলা (অনার্স) কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম সহ অনেকেই।