নওগাঁর রাণীনগরে ছয় বছরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক


নওগাঁর রাণীনগরে যাদু খেলা দেখানোর প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চা বিক্রেতার বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলার কুজাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে কুজাইল এলাকা থেকে ধর্ষক চা বিক্রেতা মোতালেব হোসেন মন্টু (৫৫) কে আটক করেছে। আটককৃত মন্টু উপজেলার কুজাইল উত্তরপাড়া গ্রামের মৃত তুমিজ উদ্দিনের ছেলে। শিশুর মা জানান, এদিন বিকেল ৩ টার দিকে আমার ছয় বছর বয়সি শিশু তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলা-ধুলা করছিলেন। এ সময় মন্টু আমার মেয়েকে যাদু খেলা দেখানোর প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বাড়িতে গিয়ে মেয়ের হাতে ৫ টাকা দেয় এবং তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়ে চিৎকার করতে লাগতে ঘটনাটি কাউকে না বলতে হুমকি দিয়ে মেয়েকে ছেড়ে দেয়। এরপর আমার মেয়ে বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি জানায়। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মোতালেব হোসেন মন্টুকে আটক করেছে। রাতে ওই শিশুর মা বাদি হয়ে মন্টুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়। আর আটক মন্টুকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।