নওগাঁর রাণীনগরে করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু

নওগাঁর রাণীনগরে করোনা আক্রান্ত মর্জিনা বিবি (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। গত ২৮ জুন মর্জিনার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন। নিহত মর্জিনা বেগম উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী। মর্জিনার পারিবারিক সূত্র জানায়, হঠাৎ করেই গত কয়েক দিন আগে জ্বর, কাশিসহ নানা উপসর্গ দেখা দেয় মর্জিনা বেগেমের। এরপর ২৮ জুন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়।

ওই দিনই মর্জিনার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এরপর থেকে বাড়িতে থেকেই তিনি চিকিৎসা সেবা নিচ্ছিলেন। বুধবার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এপর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ২০৮ জনের শরীরে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৬ জন সুস্থ্য হয়েছেন। এছাড়া মর্জিনাসহ ৫ জন মারা গেছেন। এখনো হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, স্বাস্থ্যবিধি মেনে সেবচ্ছাসেবী সংগঠনের লোকজন দিয়ে নিহত মর্জিনা বেগমের দাফন সম্পন্ন করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *