নওগাঁর রাণীনগরে এনায়েতপুর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে এনায়েতপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মাঠে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন। এদিন কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ডের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫নং ওয়ার্ড ৮নং ওয়ার্ডকে ৪-১ গোলে হারিয়ে ৫নং ওয়ার্ড জয়ী হন। এলকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এবং মাদক মুক্ত ইউনিয়ন গড়তে এবং আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসাবে কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা বেদারুল ইসলাম নিজ অর্থায়নে ব্যতিক্রমী এ খেলার আয়োজন করেন। কাশিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি টিম ও একটি সমন্বয় টিম গঠন করে মোট ১০ টিমের খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ অর্থায়নে বিজয়ী দলকে একটি খাসি ও পরাজিত দলকে একটি গাড়ল উপহার দেন বেদারুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।