নওগাঁর রাণীনগরে একদিনে ১১ হাজার মানুষকে টিকা প্রদান

 সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় নওগাঁর রাণীনগর উপজেলায় একদিনে ১১ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৮ ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পেইনে এই গণটিকাদানের কার্যক্রম চলে। এদিন উপজেলায় মোট ২৫টি কেন্দ্রে ১১ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এদিকে টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকেই ব্যাপক উৎসাহের মধ্যে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। আর টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। পাশাপাশি টিকা কেন্দ্রগুলোতে পুলিশের নিরাপত্তা জোরদার ছিলো। রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান জানান, সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় উপজেলা হাসপাতালসহ উপজেলা জুড়ে মোট ২৫টি কেন্দ্রে ১১ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *