নওগাঁর রাণীনগর উপজেলায় ইমাম ও পুরোহিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর উপহার এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব শীতবস্ত্র কম্বল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ হলরুমে বিতরণ করা হয়। এদিন উপজেলার শতাধিক ইমাম ও পুরোহিতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোহাম্মদ মুসা, উপজেলা মৌশিক শিক্ষক সমিতির সভাপতি এএম মহসিন আলী খান সহ অন্যান্যরা।